সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে আগুন লেগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার মধুবন মার্কেটের রফিক গার্মেন্টসে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে।