না ফেরার দেশে চলে গেলেন নান্দাইলের সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী।

0
30

তৌহিদুল ইসলাম সরকার 

নিজস্ব প্রতিবেদকঃ

না ফেরার দেশে চলে গেলেন নান্দাইল ও ঈশ্বরগঞ্জে দুটি আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী না ফেরার দেশে চলে গেলেন গেলেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ জুলাই) বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।

বিষয়টি এন বি টিভি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে।

খুররম খান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। একাধারে তিনি বিএনপির ময়মনসিংহ জেলা উত্তর শাখার আহ্বায়ক, নান্দাইল উপজেলা শাখার সভাপতি। তিনি ময়মনসিংহের বিভিন্ন আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here