নালিতাবাড়ীর নন্নীবাজার-ইকোপার্ক সড়কে ব্রীজ ভেঙ্গে পড়ায় দূর্ভোগ চরমে।

0
21
অমিরুল ইসলাম
নালিতাবাড়ী,(শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির ধুপাকুড়া এলাকায় ব্রীজ ভেঙ্গে পড়ায়চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
জানাগেছে-উপজেলার অন‍্যতম এলজিইডি’র গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্কে চলাচলের প্রধান সড়কের দক্ষিণ পাশে ধুপাকুড়া এলাকায় প্রায় ২মাস ধরে রাস্তার মাঝখানের ব্রীজ ভেঙ্গে পড়ায় নানা সমস‍্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। মোটর সাইকেল সহ অটো রিক্সা ঝুঁকি নিয়ে পারাপারের সময় প্রায়ই ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসী সহ মধুটিলা ইকো পার্কে দেশের দুর-দুরান্ত থেকে বনভোজন ও শিক্ষা সফরে আসা মানুষ ও যানবাহন দূর্ভোগে পড়ছে।
সেই সাথে ব্রীজ ভাঙ্গার জন‍্য পার্কে প্রবেশের মাত্র ১কিঃমিঃ রাস্তা পাড়ি দিতে বিকল্প পথে প্রায় ১০/১৫ কিঃমিঃ রাস্তা ঘুরে আসতে হচ্ছে। ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কে ভ্রমনে আসা বাসের চালক রাজু মিয়া বলেন,ব্রীজ ভাঙ্গার জন‍্য অতিরিক্ত রাস্তা ঘুরতে সময় ও ব‍্যায় দুটিই বেশি লাগে।
এনিয়ে স্থানীয় পোড়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন বলেন,নন্নীবাজার-মধুটিলা সড়কে ধুপাকুড়ায় ব্রীজ ভাঙ্গার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ব‍্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
এব‍্যাপারে-উপজেলা প্রকৌশলী(ইঞ্জিনিয়ার) আব্দুল্লাহ আল-মামুন বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই ব্রীজ ভাঙ্গার বিষয়টি অবগতির মাধ‍্যমে প্রয়োজনীয় চাহিদা পত্র পাঠানো হয়েছে।
এবিষয়ে,উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এসাংবাদিককে জানান,দূর্ভোগ লাঘবে ও যানবাহন চলাচলের জন‍্য বর্তমানে ভাঙ্গা ব্রীজটির সংস্কার কাজ চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here