আমিরুল ইসলাম,
জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে প্রবাসী নেতা ইলিয়াস খান সমর্থিত নন্নী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকেলে উপজেলার নন্নীবাজারে রফিক মহাজনের ধানের খোলায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান সমর্থিত বিএনপি’র আয়োজনে এক আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আব্দুল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, কামরুল ইসলাম বিএসসি, আলী আশরাফ ভূইয়া প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্নী মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওঃ সালমান মুনির।
নন্নী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম অত্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশ গ্রহন করেন।
#নিউজটি শেয়ার করুন