নালিতাবাড়ীর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলো নৌকা।

0
12

আমিরুল ইসলাম,

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র মোটরসাইকেল প্রতিকের প্রার্থী খোরশেদ আলম খোকা বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা ডুবিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
সাংবাদিকদের নিকট নির্বাচনী ফলাফল নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিল্লাল হোসেন।

জানা গেছে, উপজেলার ৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ বাদশা গত ৩০ মার্চ মারা গেলে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষনা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল নৌকা, স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা মোটরসাইকেল, ফজলুল হক দেলোয়ার ঘোড়া ও রফিকুল ইসলাম পাঠান আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ বুধবার (২৭ জুলাই) বেসরকারী ভাবে ভোটের ফলাফলে বিজয়ী মোটরসাইকেল প্রতিকের প্রাপ্ত ভোট ৪ হাজার ৭২, নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা ২ হাজার ৮০৩, ঘোড়া ২ হাজার ৬৭৬ ও আনারস ১৭১ ভোট পেয়েছেন। নির্বাচনী ফলাফলে বেসরকারীভাবে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র মোটরসাইকেল প্রতিকের খোরশেদ আলম খোকাকে নির্বাচিত ঘোষনা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ‍্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।