নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ী মায়া রাণীকে ১ বছরের কারাদন্ড।

0
17

আমিরুল ইসলাম,

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ অক্টোবর রবিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত নাছিমা খাতুন উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের বাসিন্দা নুর ইসলামের কন্যা।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নাছিমা ওরফে মায়া রাণী দীর্ঘদিন যাবত মাদক কারবারির সম্পৃক্ত। পরে রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ওইসময় উপজেলার বারমারী এলাকায় মায়া রাণীর বাসায় ৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। ওইসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকসহ ১১ সদস্যের একটি দল ও অনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশিচত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here