শাহরিয়ার কবির
ব্যুরো চিফ খুলনাঃ
খুলনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কার্যক্রমের অগ্রগতি সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর ) সকালে জনাব এস.এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কার্যক্রমের অগ্রগতি সংক্রান্তে মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ-সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (সদর), কেএমপি; জনাব কানাই লাল সরকার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর), কেএমপি; জনাব অমিত কুমার বর্মন, সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন), কেএমপি; জনাব মোঃ আবুল খায়ের ফকির (পিপিএম), সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন), কেএমপি; জনাব এসএম বায়জীদ ইবনে আকবর, সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন), কেএমপি; জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন), কেএমপি-সহ সকল অফিসার ইনচার্জবৃন্দ এবং নারী ও শিশু বিষয়ক ডেস্ক অফিসারবৃন্দ।