বাংলার রূপ ,নিজস্ব প্রতিবেদক।।
নারায়ণগঞ্জে এক ইউনিয়ন যুবলীগ নেতার গুদাম থেকে মজুদকৃত ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করেছেন ভ্রমমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) রাতে বন্দর পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের ভ্রমমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন। পুলিশ জানায়, মদনপুর ইউনিয়ন যুগবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া একটি গুদামে প্রায় ১২০০ বস্তা চাল মজুত করেছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন্দর উপজেলা প্রশাসন।
তবে এসব চাল ওই যুবলীগ নেতা ত্রাণ দেয়ার উদ্দেশে ব্যক্তিগতভাবে কিনে মজুত করেছিলেন বলে দাবি করলেও তাৎখণিকভাবে কোনো প্রমাণ দেখাতে না পারায় গুদামটি সিলগালা করা হয়।
পাশাপাশি একদিনের মধ্যে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভ্রামমাণ আদালত।
করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের জন্য এই চাল গুদামজাত করা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।