নান্দাইলে মর্মান্তিক-সড়ক দুর্ঘটনায় সংরক্ষিত ইউপি সদস্য সহ ২জন নিহত।

0
40

তৌহিদুল ইসলাম সরকার

নান্দাইল- (ময়মনসিংহ)-প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মহিলা মেম্বার ও অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে।১৬ ই ডিসেম্বর বুধবার দুপুর দুইটার দিকে নান্দাইল চৌরাস্তা মৎস আরৎ সংলগ্ন ইটবোঝাই ট্রলির চাপায় অজ্ঞাত ৬৮ বছরের এক পুরুষ মৃত্যুবরণ করেন।

অপরদিকে উপজেলা চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের বর্তমান দায়িত্ব প্রাপ্ত মহিলা মেম্বার সোনিয়া আক্তার সুমি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান মধুপুর বালিপাড়া আঞ্চলিক সড়কের পাশে চর-শ্রীরামপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদে কাজ সেরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ইজি বাইকে উঠার জন্য রাস্তায় উঠতেই পিছন দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ কমিউনিটি বেজড্ প্রাঃ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায় সোনিয়া আক্তার চর-কামটকালী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান নিহত অজ্ঞাতদের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায় নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী উপজেলার গফরগাঁওয়ে তার পরিবার-পরিজন এসে শনাক্ত করেন।
সোনিয়া আক্তার এর লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here