মোঃবাবুল আনসারী
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা ও এক জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা প্রশাসনের নেতৃত্বে শহরের কানাইখালি উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়।
সরকারি বিধি নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ব্যাস্থ বিধিকে অমান্য করে তাদের কার্যক্রম চলছিল দেধারছে। অনুমোদন ছাড়াই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে আসছিল হেলথ কেয়ার সেন্টারটি। এসময় সেখানকার দুই ভুয়া চিকিৎসক কে আটক করেছে প্রশাসন।এই ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে চিকিৎসা প্রদান করছিল এই অবৈধ প্রতিষ্টানে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন।এ ছারা ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।