নাটোরের লালপুরে ইউপি সদস্যের লাশ উদ্ধার।

0
7
রবিউল ইসলাম 
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতি উপজেলার দুয়ারিয়া ইউপি’র এরশাদনগরের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) ও উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ জানায়,‘সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় মতিউর রহমান মতি ইউপি সদস্যের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।’
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারনে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here