নবনির্বাচিত স্বরাষ্ট মন্ত্রণালয়ের সভাপতি বেনজির আহমদকে গণসংবর্ধনা দিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ।

0
50

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি’ স্বরাষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ধামরাই উপজেলা আওয়ামী-লীগের পক্ষ থেকে ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহা সড়ক সংলগ্ন ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে এই গণসংবর্ধনা দেওয়া হয়। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও ধামরাইয়ের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি । এসময় তিনি বলেন আপনাদের ভালবাসায় আমি এতো দূর আসতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এতবড় একটা দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারা এই দেশের জন্য কিছু করে নাই। দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচাঁর করেছে। আজ দেশে উন্নয়ন হচ্ছে দেশের মানুষ ভালো আছে, কিন্তু হঠাৎ করেই বিএনপি জামায়াত শিবির আবার মাথা উঁচু করে উঠে আসছে। তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে অস্বীকার করছে।তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল এর নামে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতকে চায় না। আগামী বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন তাই সবাইকে সকল ভেদাভেদ ভুলে একসাথে সবাইকে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি। এসময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু সঞ্চালয়ে’ আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সোহরাব, আওয়ামী লীগ নেতা মোঃ মনোয়ার হোসেন, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, সুয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিলউদ্দিন, আমতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, যাদবপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাশক মোঃ আওলাদ হোসেন, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কাদের মোল্লা, সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।