আমিরুল ইসলাম,
নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধিঃ
কাউন্সিলে ভোটারদের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে।
দলীয় সুত্রে জানাগেছে,উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ১২টি ইউনিয়নে কমিটি গঠিত হচ্ছে।
এধারাবাহিকতায় শহর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের বাসার সম্মুখ মাঠে গত (৫ নভেম্বর ) শুক্রবার বিকেলে নন্নী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নুরুল আমিন রিটার্নিং কর্মকর্তা,যুগ্ন আহবায়ক ইউনুছ আলী দেওয়ান সহকারী রিটার্নিং কর্মকর্তা,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান লিটন প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। কাউন্সিলে অতিথি হিসেবে শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও ভোটাররা অংশ নেন। নন্নী ইউনিয়নে ৩ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাউন্সিলে ৪৫ জন ওয়ার্ড কমিটির সুপার ফাইভ নেতাকে ভোটার করা হয়।
এতে ২নং নন্নী ইউনিয়ন বিএনপির নির্বাচনে ২৯ ভোট পেয়ে রুহুল আমিন সভাপতি ও ২৪ ভোট পেয়ে মোঃ আব্দুল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেন।
নির্বাচিতরা বলেন,বর্তমান অগণতান্ত্রিক সরকার হঠাও আন্দোলনে বিএনপির সব নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় নির্দেশনা বাস্তবায়নে ইনশাআল্লাহ আগামীতে মাঠে থাকব।