নকলায় এ জি বি’র রেঞ্জ কমান্ডার সাইফুর রহমানের পূজা মন্ডপ পরিদর্শন।

1
4

আমিরুল ইসলাম,

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় পূজামন্ডপ পরিদর্শণ করে হিন্দু সনাতনধর্মাবলম্বীদের সাথে প্রধান অতিথি হিসেবে মত বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মো: সাইফুর রহমান, বিভিএম(বার), পিএএমএস।

২২ অক্টোবর রোববার বিকেলে নকলার শ্রী শ্রী কালিমাতা মন্দিরে উপস্থিত হলে রেঞ্জ কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা জানান আনসার ভিডিপি সদস্য ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরে তিনি মন্দির প্রাঙ্গণে এক মত বিনিময় সভা করে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএমএস), সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, নকলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসী রাণী সাহা, নালিতাবাড়ী উপজেলার প্রশিক্ষক মো: জোবায়ের হোসেন (শান্ত), নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার সাইফুর রহমান বলেন-ধর্ম যার যার উৎসব সবার। আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে যার যার ধর্মীয় উৎসব পালন করছি। ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ১১ হাজার পাঁচশ’৭২ জন আনসার ভিডিপি সদস্য এবং এর সাথে ব্যাটেলিয়ান সদস্য আনসার রিজার্ভ ফোর্সসহ প্রায় ১২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার ভিডিপি সদস্য, পুলিশ, র‌্যাব, সহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘন্টা এই দুর্গোৎসবের নিরাপত্তা সেবায় নিয়োজিত আছে। তাই চমৎকার পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here