মেরাজ হোসেন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে উপজেলার পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল এর ছেলে সাজেদুল(১৬)নামের ১ কিশোরের মৃত্যু হয়েছে । কলমুডাঙ্গা গ্রামের আবুল হাসান ও আব্দুল্লাহ আবির জানান, চৌমুহনী গ্রামের এমদাদুলের জমিতে ধান কাটছিল বজ্রপাতে নিহতের তিন ভাই, হঠাৎ আকাশ খারাপ হওয়ায় তড়িঘড়ি করে ৩ ভাই একটু আগপিছ বাড়ি ফিরছিল পথিমধ্যে চৌমুহনী ব্রীজের পাশে বজ্রপাতে সাজেদুল নামের ওই কিশোরের মৃত্যু হয়। সাথে থাকা দুই ভাই সারোয়ার ও সাজামালের কোন ক্ষতি হয়নি বলে জানান।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মাঠ থেকে ধান কেটে বাড়ি ফিরছিল এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তখন তার মৃত্যু হয়।