নওগাঁয় ১০০ বিঘা ফসলী জমিতে বাধ নির্মাণ করে নষ্ট পুকুর খনন।

0
11
মিরাজ হোসেন 
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ শহরের কোল ঘেষা খাগড়া ফয়েজ উদ্দীন কলেজের দক্ষিণ পশ্চিম দিকে ১০০ বিঘা ধানী জমি ভেকু মেশিন দিয়ে মাটির বাধ নির্মাণ চলছে ৷
সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত এলাকার সবুজ মৃধা পাড়া এলাকার সজিব নামে কিছু ব্যাক্তি উক্ত বাধ নির্মাণে জড়িত৷ এলাকাবাসী বলেন এই ১০০ বিঘা জমি বাধ দিয়ে ঘেরা হলে পুকুরে পরিনত হবে পার্শ্বব্তী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে ৷
তারা আরও জানান উক্ত এলাকায় বর্ষা মৌসুমে দেশীয় শৈল টাকী বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তার করে ৷ পার্শ্ববর্তী খাগড়া,আনন্দ নগর, দূর্গাপুর,আরজী নওগাঁ এলাকার বিভিন্ন পেশার শ্রমজীবি প্রায় ১০০০ মানুষ উক্ত এলাকায় বর্ষা মৌসুম শেষে জাল বড়শি দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে ৷
তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে উক্ত বাঁধ অপসারন করে স্বাভাবিক অবস্থায় ফিরানো হোক ৷ তারা দাবি জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ৷ এজন্য তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছে ৷