ধামরাই সরকারি কলেজের আয়োজনে শীতকালিন বাহারি পিঠা উৎসব পালন।

0
30

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম এসো মোদের বাড়ী খেতে দেবো রসের পিঠা বসো তাড়াতাড়ি, এই প্রতিপাদ্যাকে সামনে রেখে ঢাকার ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে শীতকালিন বাহারি পিঠা দিয়ে পিঠা উৎসব পালন করা হয়েছে।

রোববার (২২জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু করে ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এ পিঠা উৎসব পালন করা হয়। এই সময় ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড. মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পিঠা উৎসবের উদ্ধোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি। এসময় তিনি প্রতিটি পিঠার স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় পিঠা উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোখছেদ আলী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শুভসহ কলেজের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, পিঠা উৎসবকে আর প্রাণবন্ত করতে এক মনোজ্ঞ সংস্কৃতি নাচ-গানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে।