ধামরাই কাওয়ালীপাড়ায় এক সিরামিক শ্রমিককে ধর্ষণ করে হত‍্যা।।

0
47

মোঃ সোহান আহমেদ সানাউল।

নিজস্ব প্রতিবেদক।।

 

গতকাল  ভোর রাতে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাটালিয়া এলাকার থেকে মমতা আক্তার (১৯) নামে এক নারীর মরদেহ উদ্বার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহত মমতা আক্তারের বাড়ী ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নে কাঁঠালিয়া গ্রামে।তার পিতার নাম শাজাহান খান মিন্টু। মমতা বেগম ধামরাই প্রতিক সিরামিকে কাজ করতো।ঘটনা সুএে যানা যায় ভোরে রাতে দিকে কর্তব্যরত প্রতিষ্ঠানে যাওয়ার সময় মমতার মা তাকে প্রতিদিনের মতো প্রতিক সিরামিকের বাসে উঠিয়ে দেন গাড়িতে মমতা বেগম একাই ছিলেন এই সুযোগ কাজে লাগিয়ে ঘাতক সোহেল (৩০) ধর্ষনের চেষ্টা করে যখন এবং একপর্যায়ে মমতাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ  করে হত্যা করে।

ঘাতক সোহেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার হলুদ বাড়ী এলাকায়।, নিহত মমতার মরদেহ কাঁঠালিয়া গ্রামে হিজলি খোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ফয়েজ উদ্দিনের বাড়ির পরিত্যক্ত বাড়ির পাশে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খবর পেয়ে রাতে মমতাজের লাশটি উদ্ধার করা হয়েছে। এসময় তার গলায় দাগ দেখা যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যাইনি । তবে মমতাজ যে বাসে যাতায়াত করত ওই বাস ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা সোরওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

এ হত্যার ব্যাপারে ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন ঘটনা স্হলে গিয়ে লাশটি আমরা উদ্ধার করি এবং আসামি সোহেল কে গ্রেফতার করি। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা  মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here