মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩) এর নব- নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ধামরাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ শামীম খান এর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিশিষ্ট ব্যবসায়ী ও আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান সিআইপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
এসময় ধামরাই উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা এর সঞ্চালয়ে- আরো উপস্থিত ছিলেন
ধামরাই থানা তদন্ত কর্মকর্তা বাবু নির্মল কুমার, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহকারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুর রহমান,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহকারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান কালাম, সিনিয়র সাংবাদিক মোঃ জাবেদ মোস্তফা, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজন,
ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বাবু রঞ্জিত পাল, ধামরাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মামুন হোসেন, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক ফজলুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কার্যকারী সদস্য রবিউল করিম বিপ্লব, কাজি মিজানুর রহমান, সহ ধামরাই উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।