মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ ছাত্রলীগ ধামরাই উপজেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার (২১জানুয়ারি ) সকালে সানোড়া ইউনিয়নের বাসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরন করা হয়। এসময় অনুষ্ঠানে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ ,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি অরবিন্দু সরকার,ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ,পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ রাজন,সাংগঠনিক সম্পাদক হিমেল হাসান,নবযুগ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুর ইসলাম আবির, নান্নার ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি প্রার্থী মোঃ নিয়ামত, সহ উপজেলার সকল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।