ধামরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিকী সম্মেলনের ভেনুকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

0
33

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাই উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের ভেনুকে কেন্দ্র করে বর্তমান এমপি বেনজীর আহমদ ও সাবেক এমপি এম এ মালেক সর্মথকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার ২৬ শে আগষ্ট ধামরাই থানারোড সংলগ্ন সিটি সেন্টার প্রাঙ্গনে” সম্মেলনের প্রস্তুতি সভায় এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংর্ঘষ।
জানা গেছে, আগামী ১৩ই সেপ্টেম্বর ধামরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন তারিখ নির্ধারন করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা। সম্মেলনকে কেন্দ্র করে। শুক্রবার সকালে সিটি সেন্টারে আয়োজিত প্রস্তুতি কমিটি। সভায় স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি। হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের ভেনু করার ঘোষণা দেন। ওপর দিকে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক সমর্থনের লোক। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে এসএসসি পরিক্ষা শুরু হবে তাই ত্রি বার্ষিক সম্মেলনের ভেনু যাত্রাবাড়ি মাঠে করার ঘোষণা দেন। পরে দুই পক্ষই কারো কোনো কথার তোয়াক্কা না করে। উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কে জরিয়ে এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনার স্যোসাল মিডিয়া ফেসবুকে কয়েটি ভিডিও ইতি মধ্যে ভাইরাল হয়েছে। এব্যপারে স্থানীয় এমপি, সাবেক এমপি, সহ কারো কোনো বক্তব্য পাওয়া যাইনি। এব্যপারে ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান বলেন উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।