মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মদ এমপি এর নিজস্ব অর্থায়নে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র (সোয়েটার) বিতরন করা হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারী ) ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাইদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দীঘল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মালঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ শীত বস্ত্র সোয়েটার তুলে দেন ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক কেন্দ্রীয় উপ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন মাসুম,
ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহাআলম, ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোরছালিন সরদার, যুবলীগ নেতা হারুনর রশীদ রোকন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্র লীগ নেতা জাহিদুর রহমান সহ আরও অনেকে