ধামরাইয়ে স্থানীয় এমপির আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত।

0
5

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সারা মাস ব্যাপী ১৬ টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহ্ফিল উপলক্ষে এরই ধারাবাহিকতায়” আজ কুল্লা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১০ই এপ্রিল বিকেলে কুল্লা ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর নিজ বাড়িতে, কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহোযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এসময় কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলালুর রহমান এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাকু,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,
সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, কুল্লা ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, নান্নার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন মোল্লা,ভাড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম হোসেন,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল,পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ আলী খান, কুল্লা ইউপি মেম্বার মোঃ বোরহান উদ্দিন, ধামরাই কলেজ শাখা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম শুভ, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।