মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি।। ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে প্রোমোটিং রাইটস অব চিলড্রেন এন্ড ইয়ুথ উইথ ডিজ্এবিলিটিজ থ্র কমিউনিটি বেইজ্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ( প্রাইড) প্রতিবন্ধী ২০ শিক্ষার্থীর মাঝে টিউশন ফি বিতরণ করা হয়।
রবিবার সকাল ১১ টার সময় পরিষদের হল রুমে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন, তিনি এসময় বলেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে এটা সত্যিই মহত একটি কাজ। প্রতিবন্ধী সন্তান কখনো কারো বুঝা নয়, এদের যত্ন নিতে হবে এদের পড়াশোনা করাতে হবে আজ প্রতিবন্ধীরাও বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। তাই তাদের কখনো অবহেলা করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদ সচিব রবিন্দনাথ ঘোষ, অ্যাকসেস বাংলাদেশ ধামরাই উপজেলা সমন্বয় কারী সোহেল রানা ও ০৮ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।