মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” ধামরাইয়ে সারা মাস ব্যাপী ১৬ টি ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহ্ফিলের ধারাবাহিকতায়। আজ তৃতীয় দিনে সুয়াপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ই এপ্রিল উপজেলার সুয়াপুর ইউনিয়নের দেলধা মোর বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন বিএসসি” এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক। এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোহাদ্দেস হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম, ধামরাই উপজেলা আওয়ামী কৃষকলীগের ১ নং যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল গনি, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম মৃদুল আল মামুন জয়, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, ইউপি মহিলা মেম্বার নাজনীন সুলতানা প্রিয়শী, সুয়াপুর ইউনিয়ন যুবলীগ নেতা আক্তারুজ্জামান পিন্টু, ধামরাই সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম পিয়াস, ছাত্রলীগ নেতা তুষার আহম্মেদ শান্ত প্রমুখ।