ধামরাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

0
28

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট শনিবার তিনটি ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। তিনি বলেন যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করে এই দেশ কে পাকিস্তান রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল একটি মহল। এখনো তারা নানা ভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশে বিদেশে চক্রান্ত করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারও জনগণের উন্নয়ন করার সুযোগ দিন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাশক মোঃ কামাল হোসেন। সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন। রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কাজিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, সুয়াপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন, এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় চন্দ্র সাহা, ধামরাই উপজেলা  যুবলীগ নেতা হারুনর রশীদ রোকন, পৌর যুবলীগ নেতা মোঃ রায়হান, মোঃ জাকির হোসেন, মোঃ মুরাদ ফেরাজী, মাহিবুর রহমান মনি, ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান,সুয়াপুর ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার শাহানুর রহমান শানু, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু, প্রমুখ।