মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও শত শত মুসলিমদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে অবস্থিত ডালিপাড়া আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ী প্রদান এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে রাত ১০ ঘটিকায় বাংলার নববর্ষ উপলক্ষে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এর পান্তা ইলিশ আয়োজন করা হয়।শুভ নববর্ষ নানা প্রতি ঘাট মোকাবেলা করে আমরা আরো একটি বছর অতিক্রম করেছি, মুছে যাক গ্ল্যানি ঘুছে যাক জ্বরা অগ্নি শ্যালানে সুচি হোক ধরা বাংলা নতুন বছরের শুভক্ষণে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান (সি আই পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাদ্দেস হোসেন। ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন, কালামপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মোছলেম উদ্দিন (মোছা), উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া দিপু, ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।