মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং বিরোধী, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ শে আগষ্ট উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে দিন ব্যাপি প্রশিক্ষন ও ইউনিয়ন পরিষদ সহ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। এবং বিকেল ৩ টার সময় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে’ মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, সহ অভিভাবক ও শিক্ষকদের, নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে ‘ প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন” ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক পিএ আবু জাফর রিপন। ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) ও ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, আন্তজার্তিক বিশিষ্ট ব্যবসায়ী ও ( সি’আই’পি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, ঢাকা জেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার আবু সাইদ মিয়া,ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের পিন্সিপাল মোঃ তোফাজ্জল হোসেন, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,সহ আরোও অনেকে।