ধামরাইয়ে বালিথা বাথুলী এলাকায় যাত্রীসেবা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে নিহত দুই।

0
39

 

স্টাফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম!!
ঢাকা আরিচা মহা সড়কে ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকায় যাত্রীসেবা পরিবহন মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে নিহত দুই।

২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বালিথা বাথুলী একে এইস গ্রার্মেন্স সংলগ্ন রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যাওয়া বাসটি গ্লোড়া হাইওয়ে পুলিশের সদস্যরা রেকার দিয়ে বাসটি উপরে উঠানোর পর ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে মোঃআব্দুল বাতেন(৪৫), ও মুক্তা আক্তার(৩১) নামে ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত আব্দুল বাতেন (৪৫) মানিকগঞ্জ দৌলতপুর এলাকার সোবহান মির্জার ছেলে। ও ধামরাই শ্রীরামপুর এলাকার
শাহজাহান মিয়ার মেয়ে মুক্তা আক্তার ৩১।

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন গতকাল বৃহস্পতিবার মহা সড়কে বালিথা বাথুলী এলাকায় যাত্রীসেবা পরিবহন মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ চালাই এবং গাড়িটি উদ্ধার কাজ শেষে গাড়িটি উপরে উঠানোর জন্য শ্রেষ্টা করা হলে কেরান ছোট হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ শুক্রবার বিকেলে ঢাকা থেকে বড়ো কেরান এনে গাড়িটি উপরে উঠানোর সাথে সাথে গাড়ির নিচ থেকে মুক্তা আক্তার ও আব্দুল বাতেন নামের এই দুই ব্যাক্তির লাশ ভেসে ওঠে। পরে মৃত ব্যক্তিকে উদ্ধার করে গ্লোড়া হাইওয়ে থানার এসআই মোঃ মোস্তফা কামাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।