ধামরাইয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত।

0
15

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ই আগষ্ট সোমবার বিকেলে কুশুরা ডালিপাড়া অবস্থিত আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও আমেনা জামান বালিকা মাদ্রাসা।এবং মুস্তি বেপারি বালক এতিমখানা ও জহুরুন নেছা বালিকা এতিমখানা মাদ্রাসার আয়োজনে এই জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুফ্তি নাইমুল ইসলাম এর সভাপতিত্বে” অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুর সহ ধর্মিনীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান।এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ মিয়া, ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ মুকুল, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা জাকারিয়া দীপু সহ আরও অনেকে। পরিশেষে দোয়া মাহ্ফিলে ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।