ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।

0
22

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

১৭ এপ্রিল সোমবার বিকেলে ধামরাই পৌরসহরে ইসলামপুর সংলগ্ন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে মহাসড়ক অবরোধ করে গাছ ও ইট রাস্তায় ফেলে বিক্ষোভ চালায় শ্রমিকরা।

এতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ধামরাই জয়পুরা পর্যন্ত ৭-৮ কিলোমিটার রাস্তার যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশের হস্তক্ষেপে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান বলেন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে আন্দোলনের খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আগামীকাল মঙ্গবার দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন বন্ধ করে। এতে প্রায় ৬/৭ কিলোমিটার রাস্তার যানজটের সৃষ্টি হয়।পরে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসে।