ধামরাইয়ে বংশী নদী থেকে ২১ ঘন্টা পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।

0
304

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় বংশী নদীতে
ভাড়ারিয়া ইউনিয়ন এর কাকরান নলাম ব্রিজ সংলগ্ন এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে রাব্বী (২২) নামের যুবক নিখোঁজ হয়। নিহতের বাড়ী ধামরাই পৌরসভার ০৬ নং ওয়ার্ডে কুমরাইল এলাকায় । ধামরাই ফায়ারসার্ভিস এসে অনেক চেষ্টা করে ও লাশ উদ্ধার করতে পারেনি, শনিবার ২৩ জুলাই দুপুর ১.৩০ মিনিটে ছয়বাড়িয়া এলাকায় নদীতে লাশ ভেসে ওঠে, স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশটি বাড়ী নিয়ে যায়। নিহত রাব্বী কুমরাইল এলাকার মোঃ হুমায়ুন ছেলে, তার পিতা
বলেন আমার ছেলে বিদেশ থাকতো সে ছুটিতে বাড়ি এসেছে এবং এক বছর চার মাস হলো বিয়ে করেছে। সে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যায় সাথে আমার ছোট ছেলে ও ছিল। সারাদিন আনন্দ করার পর সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরে তার মোবাইল ফোন ছোট ছেলের কাছে দিয়ে নৌকার উপরে কেবিনে বসে সেখান থেকেই রাব্বী নদীতে পড়ে গিয়ে আর ওঠে আসতে পারেনি। পরে ধামরাই ফায়ারসার্ভিস এসে অনেক খোজাখুজি করে ও তাকে উদ্ধার করতে পারেনি, আজ ছয়বাড়িয়া এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন আমার ছেলের লাশ দেখতে পেয়ে খবর দিলে, সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসি। ধামরাই ফায়ারসার্ভিস এর কর্মকর্তা মোঃ সোহেল জানান আমাদের ডুবুরীদল অনেক খোজাখুজির পরে লাশ অনেক পিছিয়ে ছয়বাড়িয়া এলাকায় ভেসে ওঠে। স্থানীয় লোকজন নদীতে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে