মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই ( ঢাকা) প্রতিনিধিঃ
ধামরাই উপজেলার নান্নার ৮১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন স্কুল ঘরের টিন বিক্রি ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ।
আজ বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ধামরাই উপজেলার নান্নার বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হক মোল্লা। ধামরাই উপজেলা
আওয়ামী যুবলীগের সদস্য ও নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদপার্থী মোঃ জাকির হোসেন।
নান্নার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ- সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক(সম্পদ), নান্নার ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নান্নার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য মোঃ জামাল সরকার. নান্নার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোঃ সাইফুল ইসলাম, নান্নার ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নিয়ামত মোল্লা সহ প্রমুখ
এসময় মানব বন্ধন কারীরা বলেন ৮১ নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনের ঘর টেন্ডার ছাড়াই স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে বিক্রি করার অভিযোগ পেয়েছি,
পুরাতন টিনের ঘর গোপনে টেন্ডার ছাড়াই কেনো বিক্রি করে দিল স্কুল কর্তৃপক্ষ, আমরা জানতে চাই , এবং এই দুর্নীতি বাজ কমিটির সুষ্ট তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি, তবে কার কাছে স্কুলের মালামাল বিক্রি করা হয়েছে সে বিষয়ে কেউ মুখ খোলেননি।