মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, ধামরাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হিমায়েত কবির মতিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামিল হোসেন, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য আব্দুস সালাম, কহিনুর ইসলাম, চঞ্চল ও ফজলুল হক সহ প্রত্যাশা স্কুলের সকল শিক্ষকগণ।