মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে আগামী ১৫জুন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা। চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনমতে এগিয়ে রয়েছে বলে। সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জানাযায়, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে এলাকাবাসির মুখে মুখে রমিজুর রহমান চৌধুরী রোমা’র কথা। এলাকাবাসি বলেন জননেতা রোমা ভাই একজন শিক্ষিত লোক।তাই তাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে।
এলাকার মানুষ শিক্ষিত হবে। এলাকা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ
,চাঁদাবাজ,থাকবে না।তিনি বিগত সময়ে নিজের জীবন বাজি রেখে করোনাকালে অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করেছে। এছাড়া বন্যার সময় নৌকা দিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী খাবার পৌছিয়ে দিয়েছে। সেই কারণে সুতিপাড়া ইউনিয়ন বাসির মুখে মুখে রোমা ভাই। রোমা ভাই চেয়ারম্যান থাকাকালে সূতিপাড়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা। তিনি সাংবাদিকদের বলেন আমি চেয়ারম্যান হলে সূতিপাড়া ইউনিয়নের সব সমস্যা সমাধান করে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। আমি চেয়ারম্যান হলে সূতিপাড়া ইউনিয়ন থেকে মাদক ব্যাবসায়ীদের দুর করে সুন্দর সমাজ গঠনে কাজ করবো, দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়বো, সততার সাথে এলাকার উন্নয়নের কাজ করে সূতিপাড়া ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে নিজেকে বিলিয়ে দিব। এছাড়াও বিধবাভাতা, বয়স্কভাতা,মাতৃত্বিকালীনভাতা,সঠিক ভাবে দেওয়া, জন্মনিবন্ধন ফি সরকারী নিয়মনুয়ায়ী নেওয়াসহ এলাকার উন্নয়নে সব কাজ করা হবে। আমার নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি ১০০ভাগ নিশ্চিত।বলে আশা করছি।