ধামরাইয়ে পৌর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত।

0
26

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ শে এপ্রিল বিকেলে ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে’ ধামরাই পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল্লাহ এর সঞ্চালয়ে” ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন’ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আহম্মদ হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু,নান্নার ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাশক মোঃ আউলাদ হোসেন,পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী, ধামরাই পৌর কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম,ধামরাই পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, পৌর কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, ধামরাই পৌর কাউন্সিলর মোঃ মোহাম্মদ আলী, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ আলী খান, প্রমুখ।