মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতা ও ব্যক্তিগত রেশারেশীর জেরে প্রায় ৭০টি ইউক্যালিপটাস গাছ কর্তন করেছে স্থানীয় এক দম্পতি।
এ ঘটনায় রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক আলতাফ হোসেন সামাদ।
এর আগে গত ৩০ আগস্ট উপজেলার সানোড়া ইউনিয়নের ছোট নারায়নপুর (শোলধন) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দম্পতি হলেন, মোঃ মোশাররফ হোসেন (৪২) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫)। তারা দু-জনেই ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন সামাদ একই এলাকার মৃত শামসুল হকের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের শোলধন মৌজায় ক্রয়সূত্রে আরএস ১০৮ ও ১০৯ দাগে ১৪.৪৫ শতাংশ জমির মালিক হন ভুক্তভোগী ওই কৃষক। সেখানেই ৪ বছর আগে ইউক্যালিপটাস গাছ রোপন করেন তিনি। সম্প্রতি সেই জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এরইমধ্যে গত ৩০ আগস্ট তারা ওই জমির সব গাছ কেটে নষ্ট করে ফেলে। এ ঘটনায় বাঁধা দিতে গেলে ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেয় ওই দম্পতি।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে