মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকা আরিচা মহা সড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বিপরীতমুখী দ্রুতগতির দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২।
২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ঘটনাস্থলেই বাইকে থাকা হাশেমের মৃত্যু হয়। আহত তিন বাইক আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রনি নামের একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের জয়পুরা এলাকার মোঃ হাশেম ২৪, গাজীপুরের মোঃ রনি ২৫। আহত ব্যক্তিরা হলেন মোঃ সোহেল ও মোঃ রাজন। আহত ব্যক্তিরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা সবাই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির আরোহী বলে জানা গেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন ঢুলিভিটা এলাকায় বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক বাইকে থাকা হাশেমের মৃত্যু হয়। আহত তিন বাইক আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন