ধামরাইয়ে দুই বাংলার মহান সাধক ভবা পাগলার ১০৭ তম মেলা অনুষ্ঠিত হয়েছে।

0
59

মোঃ সিরাজুল ইসলাম

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের ঐতিহ্য। এপার ওপার দুই বাংলার মহান সাধক, ভবা পাগলার ১০৭ তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন।ঢাকার অদূরেই ধামরাই থানার আমতা গ্রামে ভবা পাগলা এই মহান সাধকের জন্ম। তাইতো ভক্ত অনুরাগীদের হৃদয়ে যে নামটি নাড়া দেয় তিনি ভবা পাগলা।তাইতো বলি- এসেছি হেথায় তােমারি আজ্ঞায়। আদেশ করিবা মাত্র যাবাে চলিয়া। পরমে পরম জানিয়া। এই পদটিতে সুর লাগালে মরমী। যার প্রকৃত নাম ভবেন্দ্র মােহন চৌধুরী। তার পিতা শ্রী গজেন্দ্রমােহন রায় চৌধুরী। মাতা শ্রী গয়াসুন্দরী দেবী চৌধুরানী।তারই ভক্ত অনুরাগী ভারত থেকে আগত বাবু গোপাল খেত্রী তিনি বলেন -শুনরে হিন্দু ওরে মুসলমান ভিন্ন নয়রে আল্লা হরি সুনরে ফকির ভৈম্য চারী, দেখতে তারে হয় না দেরি। খুলেদে তোর রিদয় প্রান ওরে মানুষ দেখবে যদি আল্লাহ ভগমান। তিনি আরও বলেন ভবা পাগলা বলেছিলেন পূর্ব বঙ্গের ঢাকার গর্ভে গর্বিত গ্রাম আমতা। সেই গায়ে জন্ম আমার পিতা গজেন্দ্র। মাতা গয়া। বাঁচন মরণ এই দুই কূল, সমাজ আমার ভারত ধামরাই। সেই সমাজের অধিকারী মুই। ভবা পাগলা মাের নাম। উক্ত মেলাকে সাফল্য মণ্ডিত করতে বাংলাদেশে এসেছেন ভারত বাংলার ভবা পাগলার ১১ জন ভক্ত। এসেছেন ভবা পাগলার নাতি বাবু সঞ্জয় চৌধুরী শিবু।তার স্ত্রী সহ অনেকে। এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু ধর্মেীয় কল্যান ট্রাস্টের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বীর মুক্তিযোদ্ধা রেখা রানী ( গুন)। কুশুরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, বালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আহম্মদ হোসেন, এমপি সাহেবের একান্ত পিএস মোঃ সামছুর রহমান, ভবা পাগলার ম্যানেজিং কমিটির সভাপতি বাবু কৃষ্ণকর্মকার সরকার, ঢাকা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা কাজী রায়হান, পৌর যুবলীগ নেতা খন্দকার লিমন, ধামরাই তাঁতিলীগের আহবায়ক সাইদ খোকন,সহ প্রমুখ।