ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় ড্রেজারের পাইপ ভাঙচুর।

0
27

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি“ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় ড্রেজারের পাইপ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে।
অভিযুক্তরা হলেন,যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের জুলহাস উদ্দিন ( জুলু ) ছেলে মোঃ ফারুক(২৫)। আব্দুল মান্নান
ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮)। সিদ্দিক এর ছেলে মোঃ হাবিবুর রহমান (২৫)। নরুল ইসলাম ছেলে
মোঃ শাহিন(৩২)। জালাল ছেলে
মোঃ ফিরোজ(২২)। অভিযুক্তদের মধ্যে ফারুক,সাইফুল,শাহিন ধামরাইয়ের যাদবপুরের আলোচিত শিহান হত্যা মামলার আসামী বলে জানা গেছে। ড্রেজার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর বলেন,আমি ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে মসজিদ ও কবর স্থানের জায়গা ভরাট করিতেছি,এরই মধ্যে অভিযুক্তরা আমার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে -টাকা না দিয়ে ব্যবসা করতে পারবি না। তখন আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমার ড্রেজারের পাইপ ভাঙচুর করে,এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয় আমার,এবিষয় কারো কাছে বিচার চাইলে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ বিষয় ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,এখনো পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।