মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাই উপজেলার পাঁচ শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা, গরুর খামারি ও বিভিন্ন ক্লাবের কিশোর-কিশোরীদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। গতকাল ধামরাইয়ের সুতিপাড়া এফসিটি সেন্টারে এসডিআইয়ের কৈশোর কর্মসূচি ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে উৎপাদিত কৃষি পণ্যের মান উন্নয়নের জন্য ২৫ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক, ৪২টি ক্লাবের কিশোর-কিশোরীদের ক্রীড়া সামগ্রী, সহশ্রধিক গাছের চারা ও নগদ ৭০ হাজার টাকা এবং ১৩টি গরুর খামারিকে ৪০ হাজার টাকা মূল্যের ১৩টি চপার মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় কিশোর-কিশোরীদের নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এসডিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এসময় এসডিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক বলেন, কিশোর-কিশোরীদের বাজে আড্ডা, মোবাইল গেমস আসক্তি, ভয়াবহ মাদক থেকে বিরত থাকার জন্যই ৪২টি ক্লাবে নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত কৃষি পণ্যের মান উন্নয়নের লক্ষ্যে অনুদানের চেক এবং গরুর খামারিদের মাঝে চপার মেশিন বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. দেলোয়ার হোসেন, এসডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ, বনলতা স্পোটিং ক্লাবের সভাপতি মাহফুজ শাহীন প্রমূখ।