মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বৈন্যা গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ী বৈন্যা গ্রামে অবস্থিত এ ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি। এসময় পুলিশ ক্যাম্পের নতুন জায়গা ও ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বৈন্যা নবজাগরণী সংঘ ক্লাবটি পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহিত হবে বলে গুনিজনদের সিদ্ধান্ত।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়াটার ডিআইজি কাজী জিয়া উদ্দিন,পুলিশ হেডকোয়াটার এর অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুলাহিল কাফী,পুলিশ হেডকোয়াটার এর অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস সহ আরও অনেকে।
ধামরাই থানা আয়োতনে বড় হওয়ায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা একটু সমস্যা হচ্ছিলো। এলাকাবাসীর দাবি ছিলো এ এলাকায় একটি থানা অথবা একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক। তাই স্থানীয় এমপির উদ্যোগে এই ক্যাম্পের পদযাত্রা শুরু হলো। স্থানীয় বাসিন্দারা জানান, এদিকে চুরি, মারামারি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়। তাই ক্যাম্পটি চালু হওয়াতে ধামরাইয়ের উত্তর পাশে কয়েকটি ইউনিয়নের চুরি, ডাকাতি, মারামারি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে কিছুটা লাগাম হবে বলে মনে করেন সংসৃষ্টওরা।