ধামরাইয়ে কাকরান মাদ্রাসার চতুর্থ তলা ভবন উদ্বোধন ও নিজস্ব অর্থায়নে সোয়েটার বিতরণ।

0
20

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের কাকরান দাখিল মাদ্রাসার চতুর্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ ই জানুয়ারী সকালে কাকরান বাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই ভবনের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। এবং একইদিনে স্থানীয় এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়।
এদিন কাকরান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতুলিয়া সরকারি প্রাথমিক উত্তর বিদ্যালয়, ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শরিফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে কোমলমতি শিশুদের মাঝে এই সোয়েটার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন মাসুম, সহ আরও অনেকে।