মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার ১৭ মে শেষ দিনে সবাই অনেক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসব মুখুর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলা নির্বাচন অফিসে প্রার্থী সহ সমর্থন কারীদের মধ্যে ছিল আনন্দ উল্লাস। তাদের ইচ্ছে মত সবাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবারের উপজেলার সুতিপাড়া ইউপি নির্বাচনে। আওয়ামীলীগের দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা। তিনিও আজ দলীয় নেতৃবৃন্দ নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছারাও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোট ৭ জন। ইসলামী আন্দোলনের ১ জন। এদের মধ্যে হলেন সাবেক চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী ( রুমা)। ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ রবিউল করিম। ধামরাই উপজেলা আওয়ামী ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম তানভীর আহমেদ তুহিন। সালেহ আকরাম চৌধুরী। মোঃ সোহেল হায়দার চৌধুরী ( কবির)। মোঃ আলিমুর রহমান। মোঃ রফিজুর রহমান চৌধুরী। এবং ইসলামী আন্দোলনের মোঃ নুরুজ্জামান।
এবারে সুতিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোট ৯ জন। সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছে মোট ১৩ জন। এবং পুরুষ মেম্বার রয়েছে ৪৭ জন। প্রার্থী যাচাই বাছাই এর শেষ তারিখ ১৯ মে বৃহস্পতিবার। সুতিপাড়া ইউনিয়নে মোট ভোটার সংক্ষা (২৪৬৯৩ জন) এর মধ্যে মহিলা ভোটর রয়েছে ১২৩৩৫ জন। পুরুষ ভোটার রয়েছে ১২৩৫৮ জন।
সারা দেশে ইউনিয়ন পরিষদের ৯ম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে সুতিপাড়া ইউনিয়নে আগামী ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।