মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকা জেলার ধামরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ আগষ্ট শুক্রবার সকাল ১০ টার সময় ধামরাই সরকারী কলেজ সংলগ্ন পচ্চিম পাশে প্রায় পনেরো কোটি টাকা ব্যায়ে এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। এসময় ধামরাই উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে” প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি বেনজির আহমেদ বলেন- শুধু ধামরাইয়ে নয় দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ ধামরাই উপজেলা মডেল মসজিদ হতে যাচ্ছে। এতোদিন আমরা জমির কারনে পিছিয়ে ছিলাম, এখন জায়গা হয়েছে অচিরেই খুব দূরতসময়ের মধ্যে কাজ শুরু হবে, এই মডেল মসজিদটি উদ্ভোদন হলে আমাদের ইসলামের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করবে। এসময় আরও বক্তব্য রাখেন জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী আমিন মডেল টাউন এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও চ্যানেল 9 টিভির ব্যাবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম রতন, সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্না, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, ধামরাই উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মোঃ রেজাউল করিম, ধামরাই উপজেলার প্রতিটি মসজিদ থেকে আগত উলামায়ে ইমামগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন