ধামরাইয়ে ইউএনও’র অভিযানে অবৈধ ড্রেজার পুড়িয়ে ধ্বংস

0
20

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি!! ঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুশুরা ও রোয়াইল ইউনিয়নে ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙে ধ্বংস করে দিয়েছে ধামরাই উপজেলা প্রসাশন।
রবিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এর আগে শনিবার এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে কুশুরা ইউনিয়নের হাসানের একটি ও রোয়াইল সঙ্গুরচর একটি মোট দুইটি ড্রেজার পুড়িয়ে এবং বিপুল পরিমান পাইপ ধ্বংস করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।সেই সাথে বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।