মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে মালিকানাধীন আলাদিন্’স জেরারেল হাসপাতালের শুভ উদ্ধোধন করা হয়েছে।
গত শুক্রবার (১৫অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা বাস্ট্যান্ডেের পুর্বপাশে ঢাকা আরিচা মহা সড়ক সংলগ্ন আলাদিন্’স জেনারেল হাসপাতালের শুভ উদ্ধোধন করা হয়।
উদ্ভোধন কালে হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা- ২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি কেক কেটে হাসপাতালের উদ্ধোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন ধামরাইয়ে দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলোনা। বর্তমানে আলাদিন’স্ জেনারেল হাসপাতালটি আধুনিক বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিলেসন পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।ধামরাই উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার লোকজন পাতালের মাধ্যমে সঠিক রোগ নির্নয়করে উন্নত চিকিৎসা সেবা পাবে। জনগণকে উন্নত চিকিৎসা সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এবং আলাদিন্’স হাসপাতালের পরিচালক ডাঃ মেহেজাবিন পিয়াংকা বলেন- আমি আমার ধামরাইয়ের দেশের মানুষের চিকিৎসা সেবা পৌছিয়ে দেওয়ার জন্য, একটি ডিজিটাল হাসপাতাল করেছি।যাতে করে দেশের মানুষ সহজে চিকিৎসা সেবা পেতে পারে, এবং আলাদিন’স্ ডিজিটাল হাসপিটাল একদিন উন্নত চিকিৎসার মাধ্যমে মানুষের দারপ্রান্তে পৌঁছে যাবে।
এই সময বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সোহানা জেসমিন মুক্তা,সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো খালেদ মাসুদ লান্টু সহ প্রমুখ।