ধামরাইয়ে আমেনা নুর ফাউন্ডেশনের উদ্যোগে ৯ টি ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

0
14

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে উপজেলার ৯ টি ইউনিয়নের জনসাধারনের মধ্যে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শনিবার ( ২৮ ই জানুয়ারী ) সুতিপাড়া ইউনিয়নের বরাটিয়া গ্রামে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিকস পরীক্ষা,রক্তচাপ,রক্তচাপ নির্নয় করা ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরার্মশ দেওয়া এবং ঔষধ প্রদান করা হয়।

এ সময় আমেনা নূর ফাউন্ডেশনের এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান বলেন- মানুষের দারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে সকলকে স্বাস্থ্য সচেতন করার লক্ষে, উপজেলার ১৬ টি ইউনিয়নে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি, প্রয়োজন মতো বিনামূল্যে ঔষধ দিচ্ছি, আমরা বিনামূল্যে চিকিৎসা ছাড়াও মানুষের বাসস্থান ব্যবস্থা করে যাচ্ছি। স্কুল কলেজ,মসজিদ মন্দির, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের অনুদান অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাবো। পরিশেষে তিনি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আমেনা নূর ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরউজ্জামানের র্দীঘ আয়ু কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া দিপু, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ আলমগীর কবির,কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ,যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান,নবযুগ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সহ আরও অনেকে