ধামরাইয়ে আমতা ইউনিয়নে (১০০০)টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ।

0
39

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে মহামারি করোনা রোধকল্পে ২০২১ / ২০২২ অর্থ বছরে এই সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও আমতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল দুপুরে আমতা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে মহামারি করোনা রোধকল্পে ২০২১ / ২০২২ অর্থ বছরের নিন্মবিত্তের ৭৮০ টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে এ সহায়তা দেওয়া হয়। একইদিনে আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর নিজ তহবিল থেকে ২২০টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে এই সহায়তায় প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ মোকলেছুর রহমান ইউসুফ, আওয়ামী লীগ নেতা মোঃ হামিদুর রহমান, আওয়ামী যুবলীগ নেতা মোঃ আলী হোসেন, আমতা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি মেম্বার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।