ধামরাইয়ে আবুল বাশার কৃষি কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন এবং ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে ।

0
18

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি’ ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে অবস্থিত আবুল বাশার কৃষি কলেজের নবনির্মিত তিনতলা বিশিষ্ট একটি ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকেলে আবুল বাশার কৃষি কলেজের নবনির্মিত তিনতলা বিশিষ্ট একটি ভবনের শুভ উদ্বোধন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আবুল বাশার কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন’ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু, অত্র কলেজের সকল শিক্ষক বৃন্দ, ঢাকা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ধামরাই সরকারী কলেজ শাখা ছাত্র লীগের
আশরাফুল আলম শুভ,সহ প্রমুখ